বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সকালে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অফিস অব এক্সটারনাল অ্যাফেয়ার্স ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) যৌথ আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদ্যাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র সারাবিশ্বে পাঁচটি লক্ষ্য নিয়ে কাজ করে। এর মধ্যে একটি হলো- অবাধ ও সুষ্ঠুভাবে যেকোন দেশের জনগণ যেন তাদের নেতা নির্বাচন করতে পারেন, তা নিশ্চিত করা। বাংলাদেশে কয়েক মাস পরেই নির্বাচন। সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেই বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখবে।
এদিকে মার্কিন দূতাবাসের মূখপাত্র ব্রায়ান শীলার জানিয়েছেন, নির্বাচন পর্যবেক্ষণ করবে কি-না তা খতিয়ে দেখতে আগামী ৭ অক্টোবর ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের প্রাক পর্যবেক্ষক দল।