দুই বছর ভাড়াটিয়া কি’শোরীকে ধ”র্ষ’ণ করল আ,মীলীগ নেতা

ফেনীর দাগনভূইয়া স্কুল ছাত্রীকে ধ”ণের ঘটনায় ডা. করিম মহাজন (৪৮) ও বেলাল হোসেন(৪৬) নামে দুইজনকে গ্রে’প্তার করেছে পুলিশ। ডা. করিম মহাজন দাগনভূইয়া উপজে’লার চানমিয়া মহাজনবাড়ী ইস্রাফিলের ছেলে ও স্থানীয় আওয়ামীলীগ নেতা। অপরজন বেলাল

হোসেন(৪৬) ইয়াকুবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শরিফপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।মা’মলার বিবরণ জানা যায়, দাগনভূইয়া নামার বাজারে ভাড়াটিয়া কিশোরীর সাথে হারবাল চিকিৎসক করিম মহাজন ও বেলাল হোসেন নানা প্রলোভন ও ভ’য়ভীতি প্রদর্শন করে অ’বৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিগত দুই বছর যাবত তারা কিশোরীকে ধ”ণ করে আসছিলেন। এক পর্যায়ে কি’শোরী গর্ভবতী হয়ে পড়লে ডা. করিম

মহাজন কৌশলে গ’র্ভপাত ঘটান।কিশোরীর অস্বাভাবিক আচরণের কারণে পরিবারের স’ন্দেহ হলে কিশোরীকে জি’জ্ঞাসাবাদ করলে সে ঘটনাটি খুলে বলে। ঘটনা জানাজানি হলে বি’ষয়টি স্থানীয়ভাবে টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা করে ধ”ণকারীরা। বুধবার রাতে কি’শোরীর মা থানায়

বা’দী হয়ে মা’মলা করলে পুলিশ রাতেই বেলালকে এবং বৃহস্পতিবার সকালে করিম মহাজনকে গ্রে’প্তার করে।এ ব্যাপারে দাগনভূইয়া থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, অ’ভিযোগ পেয়ে আ’সামিদেরকে আ’টক করে নারী ও শি’শু নি’র্যাতন দ’মন আইনে মা’মলা দা’য়ের করা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন=ওয়াশিংটন, ০৬ নভেম্বর- মার্কিন নির্বাচনের ফলাফল এখনও ঝুলে আছে। ফলাফল যেদিকে এগোচ্ছে, তাতে পরাজয়ের পথেই রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য হাল ছাড়ছেন না রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট প্রার্থী। এবারের নির্বাচনে হেরে গেলে তিনি ২০২৪ সালের নির্বাচনে আবারও প্রার্থী হবেন। ট্রাম্পের সাবেক পরামর্শক ব্রায়ান লানজা বিবিসির রেডিও ফোরকে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

একাধিক মার্কিন গণমাধ্যমকে তিনি বলেছেন, ট্রাম্প শক্তভাবে ফিরে আসতে পারেন। আশা করছি সামনের নির্বাচনেও তাকে দেখা যাবে। লানজা জানিয়েছেন, ট্রাম্প এবারের হাড্ডাহাড্ডি ভোটে হেরে গেলেও পরেরবার ভালো সম্ভাবনা নিয়ে তিনি ফের প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে আইনি কোনো বাধাও নেই। তিনি বলেন, ২০২৪ সালে ট্রাম্প যে বয়সে পৌঁছাবেন, সেটি এখন বাইডেনের যে বয়স তার চেয়ে কম। ফলে সে সময়ে তার জন্য বয়স কোনো প্রতিবন্ধকতা হবে না।