ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট পেয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ২১৭টি।
আরোও পড়ুন= পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে করাচি পৌঁছে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। লাহোর কালান্দার্সের হয়ে প্লে-অফে খেলবেন এই বাঁ-হাতি ওপেনার। দলটির ফেইসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তামিম বলেছেন, আসরটিতে খেলতে মুখিয়ে আছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা ছেড়ে যাওয়া তামিম এদিন ভিডিও বার্তায় বলেন, ‘আজ সকালেই করাচি পৌঁছেছি। আগামী দুদিন আমাকে রুমেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। আশা করি কভিড টেস্টের ফল ভালো আসবে। এখন ১৪ তারিখের খেলাটার অপেক্ষায় আছি। শিগগিরই দেখা হচ্ছে আশা করি।’
মার্চে করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় পিএসএল। স্থগিত হওয়ার আগে লিগ পর্বের সব ম্যাচ শেষ হয়েছিল। বাকি ছিল প্লে-অফের লড়াই। নতুন সূচিতে ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।১৪ নভেম্বর তামিমের লাহোর প্রথম এলিমিনেটরে খেলবে পেশোয়ার জালমির বিপক্ষে। এই ম্যাচ জিতলে ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর বাধা টপকে ফাইনালে জায়গা করতে নিতে হবে তামিমদের। অর্থাৎ একটি থেকে তিনটি ম্যাচ খেলার সুযোগ হতে পারে তামিমের।