‘ঢাকা কি তাপস কিনে নিছেন নাকি’ ফেসবুকে আ’লীগ নেতা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন সারফুল ইসলাম রাসেল নামের এক আওয়ামী লীগ নেতা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তার ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সারফুল ইসলাম উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি গেড়ামাড়া গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রয়াত শিল্পপতি নুরুল ইসলামের ছেলে।

সারফুল ইসলাম রাসেল তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘পাগলামির একটা সীমা থাকা উচিত। ঢাকা কি তাপস কিনে নিছেন নাকি? ফাউল কথা বললেই জনপ্রিয় হওয়া যায় না। মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে না দেওয়ার ও কে?…’

স্ট্যাটাসে ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের প্রসঙ্গ টেনে মেয়রকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন সারফুল ইসলাম। একইসঙ্গে তার জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সারফুল ইসলাম রাসেল বলেন, ‘সবাই লেখে, এজন্য আমিও লিখেছি। আমার কোনো রাজনৈতিক পদ নেই, লেখার জন্য লিখেছি। আমার মন চায় তাই লিখেছি।’

বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন লিটন বলেন, ‘সারফুল ইসলাম রাসেল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি কীভাবে দলের একজন মেয়রকে নিয়ে এমন আপত্তিকর কথা লিখলেন তা আমি বুঝতে পারছি না। তার এমন স্ট্যাটাস দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, সারফুল ইসলাম রাসেলের বাবা নিউটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত নুরুল ইসলাম দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন। এ উপজেলায় আওয়ামী রাজনীতিতে তার যথেষ্ট অবদান রয়েছে। তার ছেলে হয়ে সারফুল ইসলাম রাসেল তার ফেসবুক আইডিতে দলীয় একজন মেয়রের বিরুদ্ধে এমন আত্মঘাতী কথাবার্তা লিখতে পারেন না। দল এমনটি আসা করে না।’