জেলা পরিষদ নির্বাচন: এক ঘণ্টায় ভোট পড়েনি একটিও

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। তবে সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত কালুখালী উপজেলা কেন্দ্রে ভোট পড়েনি একটিও। অলস সময় পার করছেন কেন্দ্রের প্রিজাইডিং, পোলিং ও এজেন্টরা। কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোসহ মোতায়েন করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা যায়, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ), বিদ্রোহী প্রার্থী দীপক কুণ্ডু (মোটরসাইকেল) ও স্বতন্ত্রপ্রার্থী ইমামুজ্জামান চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। একই সঙ্গে জেলার পাঁচ উপজেলায় ১৮ জন সদস্য ও ৭ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে এই নির্বাচনে ৫৯৮ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা এসএম নাছিম আখতার বলেন, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও এক ঘণ্টায় একটি ভোটও পড়েনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা উপস্থিত হবেন। এ কেন্দ্রে পুরুষ ভোটার ৭১ জন ও নারী ভোটার ২৩ জন।

আরো পড়ুন> আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনো সংকট নেই, সংকট আছে বিএনপিতে এবং তাদের নেতৃত্বে ও সিদ্ধান্তে। তিনি রোববার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিএনপি মহাসচিবের নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকটের কথা বলেছেন তার জবাবে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের

কোনো শেষ নেই। তারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন সরকার, আবার কখনো তত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে জাতীয় সরকার নিয়ে কথা বলেন। আসলে বিএনপি নেতারা কি চান তা তারা নিজেরাও জানেন না। বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়; সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।তিনি

বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনকালে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলছেন, সেটি একটি মীমাংসিত বিষয়। সুতরাং এ নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই।