লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৭২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছটি দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার দক্ষিণ ডাউয়াবাড়ীর তিস্তা নদীতে মাছ ধরতে গেলে জেলে মহাসিনের জালে ৭২ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছটি ধরা পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামে ইছাহাকের ছেলে মহাসিন সকলে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে বাঘাইড় মাছটি তার জালে ধরা পড়ে। পরে বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী মাছটি কিনে ভাগাভাগি করে নেন। উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢল ও ঘোলা পানিতে তিস্তায় বিভিন্ন জাতের মাছ সহজেই জেলেদের জালে ধরা পড়ছে।
জেলে মহাসিন বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে আমি মাছ ধরতে যাই। এ সময় আমার জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় বিক্রি হয়।স্থানীয় রিফাত হোসেন বলেন, ভোটমারি ভাটিয়ার বাজার এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি হয়।