ছেলেকে নিয়ে নায়িকা শুভশ্রীর অন্যরকম জন্মদিন

কদিন আগেই ফুটফুটে ছেলেসন্তানের মা হয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। ছেলে যুভান পৃথিবীতে আসার পর প্রথম জন্মদিন পালন করলেন তিনি। আর তাই তো ২০২০ সালের ৩ নভেম্বর জন্মদিনটি শুভশ্রীর জন্য একটু অন্যরকম অনুভূতিই বটে। ৩ নভেম্বর ৩০ বছরে পা দিয়েছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এদিন প্রিয় নায়িকাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তার বন্ধু ও সহকর্মীরা। শুভশ্রীও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। স্বামীর কাছ থেকে পেয়েছেন বার্থডে

গিফটও।শুভশ্রীর জীবনের বিশেষ দিন নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেয়া সাক্ষাৎকারে তার স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী বলেন, শুভ (শুভশ্রী) কিন্তু জন্মদিনেও যুভানকে নিয়ে ব্যস্ত। শাশুড়ির সঙ্গে গল্প করবে, সেটিই ওর আনন্দ। কাছের বন্ধুদের বাড়িতে ডেকে সময় কাটাতে সবচেয়ে ভালোবাসে শুভ। বাড়ি থেকে একেবারেই বের

হতে চায় না। জন্মদিনে স্বামীর থেকে কী উপহার পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে শুভশ্রী আনন্দবাজারকে বলেন, রাজ আমাকে আজ আইফোন ১২ উপহার দিয়েছে। আর জন্মদিনের অনেক ভালোবাসা। বিনোদন অঙ্গনে শুভশ্রী ক্যারিয়ার শুরু করেন ২০০৭ সালে। ‘পিতৃভূমি’ তার অভিনীত প্রথম বাংলা সিনেমা। এর আগে ‘ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোঁজে’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন শুভশ্রী।

আরও পড়ুন=সর্বশেষ মেইন এবং অ্যারিজোনা রাজ্যের ফলাফলে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। মেইনের চারটি এবং অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল ভোটে বিজয়ী হয়ে বাইডেন এর এখনো পর্যন্ত সংগ্রহ ২৩৮ ইলেকটোরাল ভোট। তবে এখনও ২১৩টি ইলেকটোরাল ভোট নিয়েই পড়ে আছেন রিপাবলিকান প্রার্থী এবং

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (৪ নভেম্বর) সর্বশেষ মেইন ও অ্যারিজোনা রাজ্যের ফলাফল প্রকাশ করা হয়। দু’টিতেই বিজয়ী হন জো বাইডেন। এর পাশাপাশি নেভাদা রাজ্যেও এগিয়ে আছেন জো বাইডেন। তবে পেনসিলভানিয়া এবং জর্জিয়ায় এখনও এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প।সমীকরণ ঠিকঠাক থাকলে উইসকনসিন এবং মিশিগান রাজ্য জয় করতে পারলে হোয়াইট হাউজের টিকিট পেয়ে যেতে পারেন জো বাইডেন।