চুরি হওয়া ৭৪টি গরু-মহিষ বরিশালে উদ্ধার, আটক ১

চুরি হওয়া ৭৪টি গবাদি পশু বরিশালের হিজলা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এগুলোর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ রয়েছে। উপজেলার মাঠিয়াল গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই গরু ও মহিষগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরচক্রের সরদার শাহজাহান রাঢ়ীকে আটক করা হয়েছে বলে দাবি করছে পুলিশ।

জেলা পুলিশ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে পাঠানো এক বার্তায় জানানো হয়, শাহজাহান রাঢ়ী তাঁর সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের মাধ্যমে বরিশাল, ভোলা, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও

নোয়াখালী থেকে গবাদি পশু চুরি করে হিজলা থানাধীন ধুলখোলা ইউনিয়নের মাঠিয়াল গ্রামে রাখতেন। পরবর্তী সময়ে সেখান থেকে পর্যায়ক্রমে গবাদি পশুগুলো বিক্রি করা হতো।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া চোর সরদার শাহজাহান রাঢ়ীর বিরুদ্ধে মামলা করা হচ্ছে।