গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ২২ জন নিহত

ইসরায়েলের ভূখণ্ডে হামাস একসঙ্গে ৫ হাজার রকেট হামলা চালানোর পর গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ২২ জন সদস্য রয়েছে। খবর আল জাজিরা

গাজায় নিযুক্ত আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আবু দাক্কা পরিবারের বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালায়। এতে একই পরিবারের ৭ শিশুসহ অন্তত ২২ জন সদস্য নিহত হন।

ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ওই বাড়ি থেকে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এদিকে গতকাল শনিবার ভোরে ইসরায়েলে স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে হামাস। সশস্ত্র এই গোষ্ঠিটি মাত্র ২০ মিনিটের মধ্যে ৫ হাজার রকেট হামলা চালায়। এ হামলা চালানোর জন্য তারা একইসঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথ ব্যবহার করে।

ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এ যুদ্ধে এ পর্যন্ত সাড়ে ছয়শ’র অধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।