সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। পরে দৌড়ে প্রাণ বাঁচিয়েছেন তিনি। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ২৬০ কিলোমিটার দূরে মাহোবা এলাকায় একটি সড়ক দুর্ঘটনার পর ভুক্তভোগী ওই পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যান। পরে সেখানে গিয়ে জনগণের তোপের মুখে পড়েন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই পুলিশ সদস্যকে ঘুষি ও লাথি মারছেন স্থানীয় লোকজন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী ওই পুলিশ সদস্য প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন।