বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এভার কেয়ার হাসপাতালে তাকে দেখতে যান তিনি।হাসপাতাল থেকে বের হয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা অতি সংকটাপন্ন। স্বাস্থ্যের অবস্থা অত্যান্ত অবনতিশীল।’
চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে তার আর চিকিৎসা সম্ভব নয়। দ্রুত তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তার অবস্থা এতটাই সংকটাপন্ন যে জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। তিনি একজন ৭৮ বছর বয়সী সর্বোচ্চ সম্মানিত নারী, সাবেক চারবারের প্রধানমন্ত্রী। কোনো টালবাহানা না করে তাকে বাঁচাতে এই মুহূর্তে ব্যবস্থা নিন। তা না হলে এর সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।
মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছে, দ্রুততম সময়ে তাকে বিদেশে নিয়ে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা দেওয়ার জন্য। তাকে বাঁচাতে চাইলে এক্ষুনি তার লিভার ট্রান্সপ্লান্ট জরুরি। লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া জরুরি। এদেশে লিভার ট্রান্সপ্লান্ট কোনোক্রমেই সম্ভব নয়। অ্যাডভ্যান্স ট্রিটমেন্ট (অগ্রিম চিকিৎসা) নিতে হবে দীর্ঘ
মেয়াদে যা এই দেশে কোনোভাবেই সম্ভব নয়। লিভার সিরোসিস থেকেই তার শারীরিক জটিলতা বাড়ছে। পেটে পানি চলে এসেছে। প্রতিনিয়ত তা অপসারণ করতে হচ্ছে। এ কারণে শরীরে প্রোটিন কমে যাচ্ছে। শরীরে অন্য প্যারামিটারের জটিলতাগুলো বাড়ছে। তাকে বাঁচাতে হলে আজই বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করুন।
এসময় খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন রিজভী