কুড়িগ্রামে বাংলাদেশি এক যুবককে ধ’রে নি’য়ে গেছে বিএ’সএফ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বাঁশজানী সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে আ’টক করেছে ভারতীয় সী’মান্তর’ক্ষী বাহিনী বিএসএফ। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। আ’টককৃত যুবকের নাম শিপন মিয়া (২৮)। তিনি পে’শায় অটোচালক। তিনি উপজে’লার বাঁশজানী গ্রামের

আব্দুল করিমের পুত্র। ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এরফান আলী জানান, শিপন মিয়া ভারতের দীঘলটারী সী’মান্তে অনুপ্রবেশ করলে বিএসএফের টহল দল তাকে আ’টক করে নিয়ে যায়।

কুড়িগ্রাম বিজিবি’র অধিনায়ক লে’ফটেন্যা’ন্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, শিপনকে মা’দকসহ ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ আ’টক করেছে বলে তারা জানতে পেরেছেন। সূত্রঃ আমাদের সময়

আর পরুন=কালি ও কলম সম্পাদক কবি আবুল হাসনাত ফুসফুসের সং’ক্র’মণে ১ নভেম্বর সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। আবুল হাসনাত দীর্ঘদিন দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন। তাঁর হাত ধরেই সাহিত্য পত্রিকা কালি ও কলম এবং বেঙ্গল বই এদেশের প্রকাশনাজগতে বিশেষ স্থান দ’খল করেছে। একইসঙ্গে ত্রৈমাসিক ‘শিল্প ও শিল্পী’রও সম্পাদক ছিলেন। মাহমুদ আল জামান নামেও লেখালেখি করতেন।

আবুল হাসনাত ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘জ্যোৎস্না ও দুর্বিপাক’, ‘কোনো একদিন ভুবনডাঙায়’, ‘ভুবনডাঙার মেঘ ও নধর কালো বেড়াল’ উল্লেখযোগ্য। তাঁর প্রবন্ধগ্রন্থ হচ্ছে- সতীনাথ, মানিক, রবিশঙ্কর ও অন্যান্য ও

জয়নুল, কামরুল, সফিউদ্দীন ও অন্যান্য। শি’শুতোষ গ্রন্থের মধ্যে ‘ইস্টিমার সিটি দিয়ে যায়’, ‘টুকু ও সমুদ্রের গল্প’, ‘যু’দ্ধদিনের ধূসর দুপুরে’, ‘রানুর দুঃখ-ভালোবাসা’। ১৯৮২ সালে ‘টুকু ও সমুদ্রের গল্প’র জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শি’শু সাহিত্য পুরস্কার। ২০১৪ সালে অর্জন করেছেন বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো।