শিরোপা জয়ের এক মাস না পেরোতেই সর্বনাশা করোনায় আক্রান্ত হলেন রোমানিয়ার টেনিস তারকা সিমোনা হালেপ।
এক টুইটবার্তায় নিজের করোনায় আক্রান্তের খবর তিনি নিজেই দিয়েছেন। টুইটারে হালেপ লিখেছেন– ‘কোভিড-১৯ পরীক্ষায় আমি পজিটিভ শনাক্ত হয়েছি। এখন বাড়িতে সেলফ আইসোলেশনে আছি। তবে মৃদু উপসর্গ থেকে সেরে উঠছি। আমি ভালো বোধ করছি। দ্রুতই সুস্থ হয়ে উঠব বলে আশা করছি।’
গত ২২ সেপ্টেম্বর ইতালির রোমে ইতালিয়ান ওপেনের ফাইনালে ইনজুরি নিয়ে সরে দাঁড়ান হালেপের প্রতিদ্বন্দ্বী কারোলিনা প্লিসকোভা। সে সময় ৬-০ ও ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন হালেপ। যে কারণে শিরোপা তুলে দেয়া হয় তার হাতে।
এর আগে দুবার ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠলেও রানারআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেন। এবারই প্রথম চ্যাম্পিয়ন হলেন হালেপ।
তথ্যসূত্র: সিএনএন