ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় ১৭ বছর আগের পুরনো কবর খুঁড়ে অক্ষত অবস্থায় দুই মরদেহ পাওয়া গেছে। পরে পুনরায় তাদের দাফন করা হয়েছে। যাদের মরদেহ পাওয়া গেছে তারা হলেন কাঞ্চন চৌকিদার ও হোসেন আলী শিকদার।মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামে এ ঘটনা ঘটে।
পূর্ব ইলিশা ইউনিয়নের মো. বাবুল এ বিষয়ে জাগো নিউজকে বলেন, ‘আমাদের গ্রামের দেরু সাহেবের বাড়ির কাঞ্চন চৌকিদার ছিলেন একজন ব্যবসায়ী। ১৭ বছর আগে তিনি মারা যান। পরে তার মরদেহ বাড়ির পাশে দাফন করা হয়। কাঞ্চন চৌকিদারের বেয়াই সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা হোসেন আলী শিকদার ১৪ বছর আগে মারা যান। তার মরদেহও কাঞ্চন চৌকিদারের কবরের পাশেই দাফন করা হয়।’
তিনি আরো বলেন, ‘ভোলা-লক্ষীপুর সড়ক বর্ধিত করার কাজ চলায় দেরু সাহেবের বাড়ির সামনে রাস্তার পাশের ওই কবর সরানোর প্রয়োজন হয়। পরে তাদের কবর খুঁড়লে দুটি অক্ষত মরদেহ পাওয়া যায়।’এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা মরদেহ দেখার জন্য ভিড় জমাতে থাকেন। পরে মরদেহ দুটি পরিবারের সদস্যরা বাড়ির পাশে পুনরায় দাফন করেন।