কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহানের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।
মোহাম্মদ শাহজাহান কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও শহরের উত্তর রুমালিয়ারছড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা শাহজাহানের ভাগিনা কক্সবাজার সিটি কলেজের সহযোগী অধ্যাপক মঈনুল হাসান পলাশ।
এর আগে গত বুধবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মুক্তিযোদ্ধা শাহজাহানের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।