নাগরিকদের জন্য বিনামূল্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছে নেপাল। আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ওলীর সহযোগী সুরিয়া থাপা এ তথ্য জানান।
সুরিয়া থাপা জানান, সরকারি সব হাসপাতাল করোনা রোগীদের বিনামূলে সব ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করবে। যারা ফাস্ট সার্ভিস এবং অর্থ পরিশোধ করে সেবা গ্রহণ করেত চায় তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারে।
দেশটিতে করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি হওয়ার আগে ১ হাজার ২৬৭ মার্কিন ডলার বা ১ লাখ ৫০ হাজার নেপালি রুপি জমা দিতে হয়। এ কারণে সম্ভাব্য আক্রান্ত অনেক রোগী হাসপাতালে ভর্তি হতে পারছেন না। নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন তারা।
রয়াটার্সকে নেপালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রবিন্দ্র পান্ডে জানান, অল্প কিছু লোক হাসপাতালে যেতে পারছেন। যার ফলে পরীক্ষা-নিরীক্ষা কম হচ্ছে। আক্রান্ত শনাক্তও কম হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করতে না পারায় সংক্রমণ অত্যাধিক বেড়েছে বলেও মত তার।
নেপাল সরকারের হিসেবে এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৯৭ হাজার ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ১২৬ জন। সোমবার আক্রান্ত শনাক্ত হয়েছে ২ হাজার ৫৭১ জন। মারা যায় ১৮ জন। রয়টার্সের তথ্য মতে, ভারত ছাড়া অন্যান্য প্রতিবেশি দেশগুলোর তুলনায় নেপালে দৈনিক আক্রান্তের হার অনেক বেশি।
উল্লেখ্য গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট কমিউনিস্ট সরকারকে করোনা চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানায়। বলা হয়, যাদের সামর্থ আছে তারা অর্থ ব্যয় করবে। যাদের নেই তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেয়ার জন্য বলা হয়।