এই মাত্র পাওয়া, হে’লিকপ্টার বি’ধ্বস্তে নি’হত ৫ মা’র্কিন সে’না

মিশরের সিনাই উপত্যকায় শান্তিরক্ষী মিশনের হেলিকপ্টার বি’ধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৭ সে’না নি’হত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন আমেরিকান সে’না রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দু’র্ঘটনা ঘটনা ঘটে।

মূলত ই’সরায়েল এবং মিশরের মধ্যে শান্তি চুক্তির প্রক্রিয়া পর্যবেক্ষণে কাজ করছিল শান্তিরক্ষীদের এই দল। তবে কি কারণে এ দু’র্ঘটনার কবলে পড়ল হেলিকপ্টরটি তা জানতে ত’দন্ত চলছে। এমনকি দু’র্ঘটনায় হ’তাহতদের তালিকাও প্রকাশ করা হয়নি। এ ঘটনায় হেলিকপ্টারটি ভূ’পাতিত করার শঙ্কাও করছে স্থানীয় প্রশাসন। বলছে লোহিত সাগর অঞ্চলটিতে সক্রিয় রয়েছে জ’ঙ্গিগোষ্ঠী আইএসআইএস। সূত্র: সিএনএন

আরও পড়ুন=ম্যাচের পরই মাঠে ঢুকে সামাজিক দূরত্ব মেনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে পাশে রেখে আরেক সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ খেলোয়াড়দের ১০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেন। পরে এক ভিডিও বার্তায় কাজী নাবিল বলেছেন, ‘আমরা সবাই আজকে

খুশি। বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচটি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা। প্রথম ম্যাচে আমরা নেপালকে ২-০ গোলে হারিয়েছি। খুশি হয়ে আমাদের সভাপতি কাজী সালাউদ্দিন ও ফেডারেশনের পক্ষ থেকে জয়ের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছি। আগামী ম্যাচের আগেই পেয়ে যাবে সবাই।’ এরপরই তিনি

এই প্রত্যাশা ব্যক্ত করেন,‘ আশা করছি আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আমরা আরও ভালো খেলতে পারবো। পরের ম্যাচে দর্শকদের বলবো মাঠে এসে খেলোয়াড়দের আরও উৎসাহ দেওয়ার জন্য। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’