৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন তিনি। শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।





মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেক্টরালের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৮৪টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যেট পার্টির প্রার্থী জো বাইডেন।নির্বাচনী ফল নির্ধারণকারী পেনসেলভেনিয়া জয়ের পর প্রেসিডেন্টের আসন নিশ্চিত করেন বাইডেন। পেনসিলভানিয়ার ২০টিসহ বাইডেন পেয়েছেন ২৭৩টি ইলেক্টোরাল ভোট।





এখনও ফল বাকি নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায়, ভোট পুনঃগণনা চলছে জর্জিয়ায়। কিছুক্ষণের মধ্যে ট্রাম্পের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।এর ফলে ১৯৯০ সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। বর্তমান ফল অনুয়ায়ী ট্রাম্প ২১৪টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়েছেন।





আরও পড়ুন=ফিরে দেখার কথা ছিল কাজলের! ২৫ বছর ধরে কর্ণ জোহরের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ এটাই দেখিয়ে আসছে। শাহরুখ খানের ৫৫তম জন্মদিনে সবটাই কি বদলে গেল? একই ভঙ্গিতে ‘রাজ’ বললেন ‘পলট’। ডাক শুনেই হাসিমুখে ফিরে চাইলেন নুসরত জাহান। চোখে ‘সিমরন’ কাজলের মতোই সপ্রেম দৃষ্টি! ২৫ বছর পরে ৫৫-র বসন্তে নতুন ‘সিমরন’ ধরা দিলেন নাকি ‘রাজ’-এর জীবনে? একেবারেই নয়। ছবির এসেন্স ধরে রেখে শুধু কাজলের জায়গায় নিজেকে বসিয়ে নিয়েছেন সাংসদ-তারকা। সবাই যখন শাহরুখ খানের ছবির নীচে ‘শুভ জন্মদিন’ লিখে শুভেচ্ছা জানাচ্ছেন, নুসরত হাঁটলেন একদম ভিন্ন আন্দাজে।





কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, বলিউড ‘বাদশা’ খানের ছবির ক্লিপিংসকে সামান্য বদলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাতেই জমে গিয়েছে পুরো ব্যাপারটা। ভিডিয়োর শিরোনামেও চমক । এভাবেই প্রিয় তারকার জন্মদিনে শাহরুখের সঙ্গে নিজেকে জুড়ে নিলেন নুসরত।





এই ধরনের মজার ভিডিয়ো প্রায়ই পোস্ট করেন অভিনেত্রী। দুই দিন আগেই তিনি পোস্ট করেছিলেন একটি ক্লিপিংস। যেখানে তিনি আবারও বার্তা দিয়েছেন সর্বধর্মসমন্বয়ের। আল্লা-ঈশ্বরকে একই সঙ্গে আদাব-প্রণাম জানিয়ে। এ বছরের পূজোয় রিলিজ করেছে নুসরত জাহান-যশ দাশগুপ্ত- নতুন কিছু করবেন বলেই ‘আমান্ডা’ চরিত্রটি বেছে নিয়েছেন।




