২০২২ সালের ৫ জানুয়ারি প্রথম সন্তানের জন্ম দেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এরপর সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। নামমাত্র ২-৩টি বিজ্ঞাপনে অভিনয় করলেও বড় কোনো কাজে এখনও যুক্ত হননি তিনি।
প্রচুর নাটক, সিনেমার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিতে হয়েছে। ওটিটিতেও এসেছে দারুণ কিছু কাজের প্রস্তাব। তবে কন্যার জন্য সবই ফিরিয়ে দিতে হচ্ছে। তিশা মা হয়েছেন গত মাসে বর্ষপূর্তি হলো। মেয়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিছুটা ব্যস্ততা কমছে। তাই নতুন করে ফেরার কথা ভাবছেন এই অভিনেত্রী।তবে জানালেন, ‘আরও কিছুদিন সময় লাগবে। এখনও গোছানোর আছে অনেককিছু। একজন মা হিসেবে অনেক দায়িত্ব আসলে পালন করতে হয়।’
এদিকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন একটি ওয়েব সিরিজে অভিনয়ের গুঞ্জন উঠেছে তিশার। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এটা একদমই রিউমার। এরমধ্যে কিছু বিজ্ঞাপনের কাজ করেছি। সেটাও কাছের মানুষদের টিম ছিল, তাই করা। মার্চে হয়তো কিছু কাজ করব। আমি এখনও বড় ধরনের কোনো কাজ শুরু করিনি।’
তিনি আরও বলেন, ‘আমার মেয়ে ইলহাম নুসরাত ফারুকী সবেমাত্র একবছর পার করেছে। ওকে আমি আরও সময় দিতে চাই। তাই এখনই নিজেকে কাজে নিয়মিত যুক্ত করতে পারব না। আমি চাই না মেয়ে আমার আদর স্নেহ থেকে বঞ্চিত হোক।’
সম্প্রতি তিশা একটি শিল্প প্রতিষ্ঠানের ‘চপস্টিক’ ব্রান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি। এটির টিভিসিতেও অংশ নিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন ফারুকী ও তিশা। বিবাহিত জীবনের এক দশকেরও বেশি সময় পর গত বছরের ৫ জানুয়ারি কন্যাসন্তানের বাবা-মা হন তারা। সন্তানের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।