আমার স্বামী অক্ষম নয়: শবনম ফারিয়া

বিতর্ক পিছু ছাড়ছে না শবনম ফারিয়ার। কখনো তিনি ঠোঁটকাটা স্বভাবের জন্য বিতর্কিত হচ্ছেন। আবার কখনো ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য নেটিজেনদের তোপের মুখে পড়ছেন। তবু শবনম ফারিয়া থেমে থাকার পাত্রী নন। মন্তব্যের বিপরীতে মন্তব্য করাটা স্বভাবে পরিণত হয়েছে তার।

সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন শবনম ফারিয়া। সেখানে তার ফলোয়ার মজা করে লিখেছেন, ‘বইন ওপর তলা (স্তন) কিভাবে বড় করেছেন, ভাড়া দিলে জানিয়েন।’এমন মন্তব্য রীতিমতো আগ্রাসী হয়ে যান তিনি।প্রতি উত্তরে লেখেন, আমার জামাইকে কি

আপনার অক্ষম মনে হয়? বিয়ে হয়েছে ছয় মাস, একটু যদি পরির্তন না হয় তাহলে বিয়ে করাই বৃথা।তার এমন প্রতিউত্তরের স্ক্রিনশট মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। পরে অবস্থা বেগতিক দেখে ছবি ডিলিট করে ফেলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন=জনতা ব্যাংক লিমিটেড একক গৃহ নির্মাণ ঋণ ও এ্যাপার্টমেন্ট ক্রয় ঋণ। ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility): (১) আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। (২) ইকুইটি বিনিয়োগ করার আর্থিক সামর্থ্য থাকতে হবে। (৩) ঋন পরিশোধের জন্য অনুকুল ক্যাশ ফ্লো থাকতে হবে। (৪) সংশিস্নষ্ট শাখায় জমা হিসাব থাকতে হবে। (৫) প্রকল্প সম্পত্তির গ্রহন যোগ্যতা থাকতে হবে। (৮) ইত্যাদি।ঋণসীমা (Limit): মোট প্রাক্বলিত নির্মান ব্যয়ের সর্বোচ্চ ৬০ ভাগ অথবা নির্মিত/নির্মিতব্য ভবনের ভাড়া যে পরিমান কিস্তি পরিশোধ সম্ভব সে পরিমান ঋণ মঞ্জুর করা যাবে। সুদের হার (Rate): ১১% চক্রবৃদ্ধি (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে) কিস্তির ধরণ (Installment Type): মাসিক।

লোনের মেয়াদ (Period of loan): ১(এক) বছরের গ্রেস পিরিয়ড সহ সর্বোচ্চ ১৫ বছর। জামানাত (Security): সংশ্লিষ্ট জমি ও নির্মিতব্য/নির্মাণাধীন ভবন রেজিষ্টার্ড মর্টগেজ হিসাবে ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকবে। অনুমোদিত শাখাসমূহ (Designated Branches): (১) তোপখানা রোড কর্পোঃ শাখা, রাজউক ভবন কর্পোঃ শাখা, নগর ভবন কর্পোঃ, মোহাম্মদপুর কর্পোরেট শাখা।

সাতমসজিদ রোড কর্পোরেট শাখা , ঢাকা শেরাটন হোটেল কর্পোরেট শাখা,মহাখালী কর্পোরেট শাখা ,উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা, গুলশান সার্কেল -২ কর্পোরেট শাখা,কামাল আতাতুর্ক এ্যাভেনিউ কর্পোরেট শাখা, রাজারবাগ কর্পোরেট শাখা, যাত্রাবাড়ী কর্পোরেট শাখা, কাওরান বাজার কর্পোরেট শাখা, শান্তিনগর কর্পোরেট শাখা, মৌচাক মার্কেট কর্পোরেট শাখা ,ধানমন্ডি কর্পোরেট শাখা।গাজীপুর কর্পোরেট শাখা, টংগী কর্পোরেট শাখা, সাভার কর্পোরেট শাখা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্পোরেট শাখা, মিরপুর সেকশন -১ কর্পোরেট শাখা, মগবাজার কর্পোরেট শাখা, নবাব আব্দুল গনি রোড কর্পোরেট শাখা,শ্যামলী কর্পোরেট শাখা, গুলশান সার্কেল -১ কর্পোরেট শাখা, রজনীগন্ধা সুপার মার্কেট কর্পোরেট শাখা।