আবাসিক হোটেল থেকে ঋণগ্রস্ত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেলের ১১ তলার ব্যালকনি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তির নাম হাসান শাহিন (৪৮)। সোমবার দিবাগত রাত ১২ টার পর ফকিরাপুল কালভার্ট রোডে হোটেল রহমানিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় মতিঝিল থানা–পুলিশ।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন উল্লেখ করেন, হাসান শাহিন শেয়ার মার্কেট ব্যবসায়ী ছিলেন। থাকতেন গুলশান-১/৬ নম্বর রোডে। ব্যবসায়ীকভাবে ঋণগ্রস্ত ছিলেন তিনি। এ কারণে চিন্তা ও হতাশাগ্রস্ত ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে হোটেলটির ২০ তলার ছাদ থেকে লাফ দেন। পরে ১২ তলার বেলকনিতে আটকে পড়েন। খবর পেয়ে সেখান থেকে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

এসআই ইসমাঈল হোসেন আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্থ হয়ে হতাশা থেকে হোটেলের ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা’ করেছেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।