আগুনে পুড়ে মায়ের পর মারা গেল মেয়েও

নাটোরের লালপুর উপজেলায় আগুনে পুড়ে বুদ্ধি প্রতিবন্ধী মায়ের পর মারা গেল ৮ বছরের মেয়ে মাইশা। আগুন নিভাতে এসে ইয়াকুন নামে আরো এক নারী অগ্নিদগ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সকালে মারা যান মাইশা। এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকায় রমজান আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতরা হলেন- উপজেলার নওপাড়া গ্রামের মৃত রমজান আলীর মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী শাহানাজ এবং তার ৮ বছরের মেয়ে মাইশা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে নওপাড়া গ্রামের রমজান আলীর বাড়ির টিনের একটি ঘরে আগুন লাগে। এতে ঘরে থাকা রমজান আলীর বিধবা বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে শাহানাজ ঘটনাস্থলেই মারা যান। শাহানাজের মা ইয়াতন ও মেয়ে মাইশাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মাইশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার সকালে সেখানেই মারা যায় মাইশা।

লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক সাব্বির আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই একজন মারা গেছে। আহত অবস্থায় শিশুসহ দুজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে শিশু মাইশা অবস্থা অবনতি হলে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইশা।

লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।