বরগুনার আলোচিত রিফাত শরিফ হ’ত্যা মা’ম’লা’য় মৃ’ত্যু’দ’ণ্ড’প্রাপ্ত আ’সা’মি তারই স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি খা’লা’স চেয়ে হাইকোর্টে আ’বে’দন করেছেন। মিন্নির এই আ’বে’দ’ন’ গ্রহণও করেছেন আদালত। সেই সাথে মিন্নির অ’র্থ’দ’ণ্ড স্থগিত করে দি’য়ে’ছেন আদালত।
মিন্নির খা’লা’স চেয়ে আবেদন করার পর গত ৪ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। মিন্নির আবেদনের পক্ষে শু’না’নি করতে দেখা যায় জেডআই খান পান্নাকে। একই সাথে তার সাথে যু’ক্ত ছিলেন মিন্নির প’ক্ষে’র আরেক আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম।
মিন্নির খা’লা’স চেয়ে হাইকোর্টে করা আ’বে’দ’নের শু’না’নি’তে তার অ’র্থ’দ’ণ্ড স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন মিন্নির আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম। গণমাধ্যমকে তিনি জানান আরেক আ’সা’মি মোহাইমেন ইসলামের আ’বে’দ’নও শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। এই আনজীবীর ভাষ্য,
‘’মিন্নির পক্ষে খা’লা’স চেয়ে আজ আপিল কোর্টে উপস্থাপন করা হয়েছিল। আদালত আপিল শু’না’নি’র জন্য গ্রহণ করেছেন এবং বিচারিক আদালতের দেওয়া ৫০ হাজার টাকা জ’রিমা’না করা অ’র্থদ’ণ্ড স্থগিত করা হয়েছে। অপর এক আ’সা’মি মোহাইমেন ইসলাম সিফাতের আপিলও শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।‘’
একই মা’ম’লা’র আরও তিন আ’সা’মি আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মো. হাসান এবং মো. রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়ের ব্যাপারেও গত ১৩ অক্টোবর আ’দে’শ দিয়েছিলেন আদালত। হাইকোর্টের এই বেঞ্চ অপর আ’সা’মি রিফাত ফারাজির আ’পি’লে’র ব্যাপারে কি নি’র্দে’শ’না দিয়েছেন সেটা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী প্রথমে এই মা’ম’লা’র পে’পা’র’বুক তৈরি করতে হবে। পেপারবুক তৈরি করা হলে বিচারপতি মা’ম’লা’র শুনানির জন্য বেঞ্চ নির্ধারন করে দেন। এরপরই মূলত শুরু হবার কথা রয়েছে আপিল আ’বে’দ’নের শুনানি।এর আগে গত ৩০ সেপ্টেম্বর রিফাত শরিফ হ’ত্যা মা’ম’লা’য় মিন্নি সহ ৬ জনের মৃ’ত্যু’দ’ণ্ডে’র আ’দে’শ দেন আদালত। এরপর থেকেই সবাই কা’রা’গা’রে আছেন।