১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীরা

১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীরা।ছবিটি ১৯৭৫ সালের ৭ সেপ্টেম্বর তোলা।দাড়িয়ে আছেন (বাঁ থেকে) আনিসা হক (Phy), নাজমুন নেসা (Econ), ফজিলাতুন নেসা (বাংলা), খালেদা আক্তার (বাংলা), লায়লা আরজুমান্দ বানু (Chem), হাফিজা খাতুন (Geo), ও বদরুন নেসা (Econ)।

বসে আছেন (বাঁ থেকে) রাশেদাতুল কোবরা (Geo), রাফিকা আক্তার (Econ), নাজমুন নাহার (Phy), মাহমুদা খাতুন (Geo), হামিদা রহমান (Math), ও রুহেনা বিনতে আসাদ (Chem)।নিঃসন্দেহে তখনকার মানুষের ব্যক্তিত্বের প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা। বিশেষ করে তখনকার প্রায় সবার ঘুম, খাদ্যাভ্যাস, শারীরিক গতিশীলতা সর্বোপরি ন্যাচারাল জীবনাচারের সৌন্দর্য থেকে আজকের আমরা যোজন যোজন পিছিয়ে।

এসব কারণেই ছবিতে একজনও স্থুলকায় খুঁজে পাওয়া যাবে না। তবে পোশাক-আশাক তথা শালীনতায় বর্তমান সময়ে আমরা আরো এগিয়ে গিয়েছি বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে এক্ষেত্রে বাংলাদেশে একটি ইতিবাচক বিপ্লব ঘটেছে।