স্তন কেটেছেন অ্যাঞ্জেলিনা, তাই মৌসুমীও!

হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি ক্যানসার থেকে রক্ষা পেতে অস্ত্রোপচার করে স্তন ও ডিম্বাশয় কেটে ফেলেছিলেন। তারই অনুপ্রেরণায় ক্যানসারের ঝুঁকিতে থাকা ভারতের পশ্চিম মেদিনীপুরের মৌসুমী রায়ও নিজের স্তন ও ডিম্বাশয় কেটে ফেললেন। ভারতীয় এক সংবাদমাধ্যমে জানা যায়, গত জানুয়ারির শেষের দিকে মৌসুমীর ডান স্তনে ফুসকুড়ি দেখা যায়। দ্রুতই তা টিউমারের আকার নিতে থাকে। স্বাভাবিকভাবে স্তন

ক্যানসারে আক্রান্ত হওয়ার ভয় ভর করে তার ওপর। ১০ বছর বয়সে স্তন ক্যানসারে মাকে হারানো মৌসুমীর ভয়টা একটু বেশিই ছিল।মৌসুমী রায় বলেন, ‘স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে আমার মা মারা গিয়েছিলেন। তখন আমার বয়স মাত্র ১০। ভয় ছিল, তবে কী আমাকেও স্তন ক্যানসারে মারা যেতে হবে?’

ওই আশঙ্কা থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে যান মৌসুমী। সেখানকার সার্জন শুভদীপ চক্রবর্তী টিউমারটি অস্ত্রোপচার করে ফেলেন। তবে এতেও আশঙ্কার শেষ নেই। কেটে ফেলা জায়গা থেকেও ক্যানসার হতে পারে। তাই অদূর ভবিষ্যতে ফের স্তন ক্যানসার হতে পারে কি

না, তা দেখার জন্য বিআরসিএ জিন টেস্ট নামের একটি পরীক্ষা করা হয়। অ্যাঞ্জেলিনা জোলি এ টেস্ট করিয়েছিলেন। ওই টেস্টে জোলির ক্যানসার হতে পারে বলে আভাস এসেছিল, মৌসুমীরও হয়েছে তাই। জোলির সঙ্গে মৌসুমীর মিল আছে আরেক জায়গায়, জোলির মাও স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৌসুমী রায় বলেন, ‘অ্যাঞ্জেলিনা জোলির বিষয়টি আমি জানতাম। ক্যানসারের সম্ভাবনা সমূলে নির্মূল করতে নিজের স্তন, ডিম্বাশয়, জরায়ু নালী বাদ দিয়েছিলেন তিনি। কিন্তু সে অস্ত্রোপচার যে এ দেশে হয়, তা জানতাম না। সার্জন শুভঙ্কর বাবু বলেন এই অস্ত্রোপচার অ্যাপোলোতেই হয়। আমার স্বামী সবসময় আমার পাশে ছিল।’সাত বছরের এক কন্যা সন্তান রয়েছে মৌসুমীর। তার কথায়, ‘আমি চলে গেলে ওর কি হবে? আমার বেঁচে থাকার এ লড়াই ওর দিকে তাকিয়ে।’