সৌদির ফুটবল সহজ নয়, টের পাচ্ছেন রোনালদো

এলাম, দেখলাম আর জয় করলাম-সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা যে এমন কাটবে না, আল নাসরের হয়ে তাঁর প্রথম দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ যেন সেই বার্তাই দিল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পর্তুগিজ তারকা সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন গত বছরের ডিসেম্বরে। ক্লাবটির হয়ে প্রথম তিনি মাঠে নেমেছেন পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে। রোনালদোর দল সেই ম্যাচে ৫-৪ ব্যবধানে

হেরে গেলেও তিনি করেছিলেন জোড়া গোল। আরও পড়ুন ৬ লাখ টাকা বেতনেও বাবুর্চি খুঁজে পাচ্ছেন না রোনালদো আল নাসরে যোগ দিয়ে এখন মাঠে নামার অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোকে কড়া পাহারায় রেখেছেন আল–ইত্তিহাদের ডিফেন্ডাররাছবি: এএফপি কিন্তু সৌদি আরবের প্রতিযোগিতামূলক ফুটবলে শুরুটা রোনালদোর ভালো হয়েছে বলা যাবে না। সৌদি প্রো লিগে আল-ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে

দেশটির প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক রোনালদোর। সেই ম্যাচে আল নাসরকে নেতৃত্ব দেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক উইঙ্গার। ম্যাচটি তাঁর দল জিতলেও গোল পাননি রোনালদো। আর কাল তো সৌদি সুপার কাপের ম্যাচে হেরেই গেছে তাঁর দল।আরও পড়ুন এশিয়ান ফুটবলে ‘রোনালদো–ইফেক্ট রেকর্ড অর্থে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো

সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি রোনালদো সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি রোনালদোছবি: এএফপিআল-ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভই ছিলেন রোনালদো। আল নাসরের অধিনায়ক রোনালদো পুরো ম্যাচই খেলেছেন। কিন্তু খুব বেশি গোলের সুযোগ তিনি তৈরি করতে পারেননি। প্রথমার্ধে সহজ একটি সুযোগ পেলেও সেটা থেকে গোল করতে পারেননি রোনালদো। এই হারে সৌদি সুপার লিগের সেমিফাইনাল থেকে ছিটেক গেল আল নাসর।