সেই এএসপি আনিসুলের স্ত্রীকে চাকরির আশ্বাস

মানসিক চিকিৎসা নিতে গিয়ে হাসপাতাল কর্মীদের মারধরে নিহত এএসপি আনিসুল করিমের স্ত্রীকে সম্মানজনক চাকরির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গাজীপুরের বরুদা এলাকায় নিহত এএসপির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের তিনি এ আশ্বাস দেন।

এ সময়ে ডিআইজি বলেন, পুলিশের নিজস্ব কোনো মানসিক হাসপাতাল নেই। সে একজন সরকারি কর্মকর্তা, সরকারি হসপিটালে গিয়ে উন্নত চিকিৎসা না পাওয়ায়-বেসরকারি প্রতিষ্ঠানে গিয়েছিল। সেখানে নেয়ার পরবর্তীতে বাস্তবতা ভিডিওতে দেখা গেছে।এর আগে চৌকস এই পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়।

পডরে নিহত এসপির কবরে ফুলেল শ্রদ্ধা শেষে বিশেষ দোয়া করা হয়।এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাইল করিম, জিএমপি কমিশনার খন্দকার লুৎফুর কবিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।