সড়ক দুর্ঘটনায় নারী ক্রিকেটার নিহত

বরিশালে ঢাকাগামী সাকুরা পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ আনুশকা আক্তার লিজা (১৮) নামে এক নারী ক্রিকেটার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। আহতরা হলেন- শাওন (২০) ও জুবায়ের আহমেদ (২০)। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে নগরীর কাশিপুর চৌরাস্তা সংলগ্ন রাব্বি ফিলিং

স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আনুশকার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামে। তার বাবার নাম আবু জাহের। সে বরিশালে ফুফুর বাসায় থেকে লেখাপড়া করতেন।বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর আহতদের

উদ্ধার করে শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, দুর্ঘটনাকবলিত সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, মারা যাওয়া আনুশকার বন্ধুরা জানিয়েছেন সে বরিশাল জেলা ক্রিকেট টিমের খেলোয়াড়। ভালো ক্রিকেট খেলতে পারতো বলে বিভিন্ন সময় বরিশালের বাইরেও ম্যাচ খেলতে যেত।পুলিশ আরও জানায়, আনুশকা তার দুই বন্ধু শাওন ও জুবায়ের আহমেদের সঙ্গে মোটরসাইকেলে কাশিপুরের দিক থেকে নথুল্লাবাদ টার্মিনালের দিকে আসছিলেন। পথে

সাকুরা পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেল আরোহী তিন জনই গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আনুশকা আক্তার লিজা মারা যান। অপর দুজন চিকিৎসাধীন রয়েছেন। আহত শাওন কাশিপুর বাজার এলাকার আবুল হোসেনের ছেলে এবং জুবায়ের আহমেদ মুলাদী উপজেলার গাছুয়া এলাকার বাসিন্দা।