শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা জানা যাবে দু’একদিনে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে কিনা তা শিক্ষা মন্ত্রণালয় দু’একদিনের মধ্য জানাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে অনলাইনে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয় প্রান্ত থেকে অংশ নেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে কয়েক দফা ছুটি বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এর পরে কী সিদ্ধান্ত হবে- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের। কাল-পরশু জানাবে।

আরও পড়ুন=গত শনিবার কনে রশ্মিরেখার সঙ্গে বিয়ে হয় সরোজের । আর পাঁচটা বিয়ের মতো এদিনের অনুষ্ঠানে ব্যান্ড পার্টি, চোখ ঝ’লসা’নো আতসবাজির ভেলকি হয়ত দেখা যায়নি । কিন্তু এই বিয়ে গোটা গ্রামবাসীর কাছে দৃষ্টান্ত হয় রইল বলে মনে করছেন নিমন্ত্রিতরা ।কিছুদিন আগে মহারাষ্ট্রের এক বিয়েতে সব আমন্ত্রিতদের থেকে উপহার হিসাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার বই চেয়েছিলেন । সেইসব বই দিয়ে দরিদ্র ছাত্রদের জন্য একটা পাঠাগার তৈরির পরিকল্পনা করেছে ওই দম্পতি ।

ক্রমাগত পণ প্রথার ব’লি হওয়ার ঘটনায় জে’রবার এই সমাজে এমন দু’একটা অন্য রকম বিয়ের খবর সত্যিই আশা জাগায় । তবে শেষ পর্যন্ত তিনি পণ হিসাবে কি নিলেন দেখেনিন ।স্কুল শিক্ষকের ধনুক ভা’ঙা পণ, বিয়েতে পণ নেবেন না । কিন্তু পণ না দিয়ে ছাড়ার পাত্র নয় কন্যাপক্ষও । তাদের ধারণা, শেষ পর্যন্ত হয়ত পণ না দেওয়ার জন্য মেয়েকে শ্বশুড়বাড়িতে গ’ঞ্জনা শুনতে হবে ।