যে চার দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ চলছে মেডিক‌্যাল শিক্ষার্থীদের

সেশনজট দূর করতে অবিলম্বে অনলাইন ক্লাস চালু, পরীক্ষা পেছানো, বেসরকারি মেডিক‌্যাল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়াসহ চার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টার পর শাহবাগ মোড়ে

অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করছেন তারা।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের ৬০ মাসের বেতন পরিশোধ করতে বলা হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। এই সময়ে এভাবে বেতন আদায় করা অন্যায়। এছাড়া করোনা পরিস্থিতির ভেতর তাদেরকে এক মাস হলে থাকার কথা বলা হয়েছে। বিদ্যমান

পরিস্থিতিতে তারা এভাবে ঝুঁকি নিতে চান না। একারণে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদপ্তরে যাওয়ার জন‌্য অনুরোধ করা হচ্ছে। চেষ্টা চলছে যান চলাচল স্বাভাবিক করার।

আরও পড়ুন=গতকাল করোনা পরীক্ষা করিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে তার। আজ রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে অনেক সমালোচনার পর শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। যার ফল জানা যায় শনিবার রাতেই। দুইদিন আগে বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরেছেন। দেশে কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও ফিরেই স্বাস্থ্যবিধি ভেঙে বসেন তিনি। শুক্রবার সকাল ১১ টায় সাকিবকে দেখা যায় গুলশানে একটি সুপারশপের উদ্বোধনে। এরপরই সাকিবকে নিয়ে

শুরু হয় তুমুল সমালোচনা। অবশেষে দুইদিন পর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। সাকিবের ফিটনেস টেস্ট হবে ৯ নভেম্বর দিনের প্রথমভাগে। মিরপুরে ফিটনেস টেস্ট দেওয়ার আগে তার কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। এজন্য শনিবার তার পরীক্ষা করাতে হয়েছে। সাকিব ছাড়াও ১১৩ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে আগামী ৯ ও ১০ নভেম্বর। পরে যারা দল পাবেন, তাদের করোনা পরীক্ষা সম্পন্ন করে জৈব সুরক্ষা বলয়ে নিয়ে আসা হবে।