‘মেসিকে রাগিয়ো না, আলিঙ্গন করো, চুমু দাও’

কাতার বিশ্বকাপে লুই ফন গাল বনাম লিওনেল মেসির যে ‘লড়াই’ শুরু হয়েছিল, তা যেন আর থামছেই না। এমনিতে মেসি বেশি কথা বলার মানুষ নন। কিন্তু বিশ্বকাপের পর বিভিন্ন সময় ফন গালকে খোঁচা দিতে ছাড়েননি আর্জেন্টিনার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনেকে। সের্হিও আগুয়েরো তো অবসর ভেঙে জেরার্দ পিকের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘কিংস লিগ’–এ খেলতে নেমে গোল করার পর মেসির মতো উদ্‌যাপন করেও খোঁচা দিয়েছিলেন ফন গালকে!এ লড়াইয়ে এবার নাম লেখালেন হুয়ান রোমান রিকেলমে। ফন গালকে নিয়ে ‘তিক্ত অতীত’

আছে আর্জেন্টিনার সাবেক এই প্লেমেকারেরও। বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ডাচ কোচ ফন গালের সামনে গিয়ে মেসির উদ্‌যাপন রিকেলমের সেই তিক্ত অতীতকে সামনে নিয়ে এসেছে। সে কথায় পরে আসা যাবে। আপাতত জানা যাক, ফন গালকে কীভাবে খোঁচা দিয়েছেন রিকেলমে।আরও পড়ুন আবার ফুটবলে ফিরেই আগুয়েরোর গোল, মেসির মতো উদ্‌যাপন প্রত্যাবর্তন ম্যাচে আগুয়েরোর গোল উদ্‌যাপনবিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে মেসিকে নিয়ে ২০১৪ বিশ্বকাপের ‘স্মৃতিচারণা’ করেছিলেন ফন গাল। সেবার

ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা–নেদারল্যান্ডস। ১২০ মিনিট গোলশূন্য থাকা সেই ম্যাচে টাইব্রেকারে হেরে যায় ডাচরা।পুরোনো সেই ম্যাচের প্রসঙ্গ টেনে ফন গাল বলেছিলেন, মেসি সেই ম্যাচে বলই স্পর্শ করতে পারেননি এবং এবার সেই হারের প্রতিশোধ নেবে তাঁর দল। ফন গালের এমন কথা মেসি আর তাঁর সতীর্থদের যে খুব তাতিয়ে দিয়েছিল, সেটা বোঝা গেছে ম্যাচে এবং নেদারল্যান্ডসকে হারানোর পর আর্জেন্টাইনদের উদ্‌যাপনে।সেরা খেলোয়াড় যখন রেগে যান, তাকে হারানোর কোনো সুযোগই আপনার থাকবে না। এটা অসম্ভব।

এ কারণেই আমি বলব, ফন গালের ওই কথা আর্জেন্টিনার জন্য খুব ভালো হয়েছিল।হুয়ান রোমান রিকেলমে, আর্জেন্টিনার সাবেক প্লেমেকারযে মেসি শান্ত থাকতে পছন্দ করেন, সেই তিনিও কিনা পেনাল্টি থেকে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করার পর চলে গিয়েছিলেন ডাচ কোচ ফন গালের সামনে। সেখানে গিয়ে তিনি দুই হাত দুই কানের পেছনে নিয়ে উদ্‌যাপন করেছিলেন। অমন উদ্‌যাপন দিয়ে মেসি কী বোঝাতে চেয়েছেন, সেটা তিনি বলেননি বা জানা যায়নি। কিন্তু এটির সঙ্গে ফুটবল বিশ্বের অনেকেই মিল খুঁজে পেয়েছেন বার্সেলোনায় রিকেলমের একটি উদ্‌যাপনের!