মেঘনায় ধরা পড়ল ৯ কেজির আইড়

ভোলায় মো. আলাউদ্দিন নামের এক জেলের জালে ধরা পড়েছে ৯ কেজি ৭০ গ্রাম ওজনের একটি আইড় মাছ। পরে মাছটি ঘাটে নিয়ে নিলামের মাধ্যমে ১০ হাজার ৪৪০ টাকায় বিক্রি করেন তিনি।বৃহস্পতিবার (২ জুন) সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে মেঘনা নদীর তুলাতুলি পয়েন্টে মাছটি ধরা পড়ে।

তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী জানান, সকালে আলাউদ্দিন নামের ওই জেলে সঙ্গীদের নিয়ে তুলাতুলি পয়েন্টে ইলিশ শিকারে যান। পরে তার জালে অন্যান্য মাছের সঙ্গে ৯ কেজি ৭০ গ্রামের আইড় মাছটি উঠে আসে। পরে নিলামের মাধ্যমে মাছটি ১০ হাজার ৪৪০ টাকা ক্রয় করি।তিনি আরও জানান, মাছটি বিকেলে খুলনার পাইকারি আড়তে বিক্রির জন্য পাঠাবো। সেখানে মাছটি ১৫-১৬ হাজার টাকায় বিক্রি করতে পারবো।

আরও পড়ুন= অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান।বৃহস্পতিবার (২ জুন) দ্বিতীয় দফায় পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৭৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করেছে সরকার। দেশের ইতিহাসে প্রায় একই সময়ে দুই দফায় পদোন্নতি পেয়ে ১১৯ জন অতিরিক্ত ডিআইজি হওয়ার ঘটনা এবারই প্রথম।বৃহস্পতি ও মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।গত ১১

মে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি করার পর সৃষ্ট শূন্য পদসমূহ পূরণ করা হচ্ছে।গত মঙ্গলবার ৪৬ জন পুলিশ সুপারকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করার আদেশ হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।এর দুদিন পর গতকাল বৃহস্পতিবার আরও ৭৩ জনের পদোন্নতির আদেশ দেওয়া হয়। এতে দুই দফায় পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ১১৯ কর্মকর্তা।বৃহস্পতিবার পদোন্নতি পাওয়া ৭৩ কর্মকর্তার মধ্যে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামানও রয়েছেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে টেকনাফের বিতর্কিত ওসি প্রদীপ কুমার

দাশের নাম আসার পর কক্সবাজার পুলিশে ব্যাপক রদবদল আনা হয়। যেখানে নতুন টিমের সঙ্গে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাসানুজ্জামান।এসপি হাসানুজ্জামান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় জেলার পুলিশ বিভাগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছে।বৃহস্পতিবার (২ জুন) তিন ভাগে জারি করা প্রজ্ঞাপনে ৩৭ জন, ৩০ জন এবং অন্যটিতে ৬ জনকে পদোন্নতি দেওয়া হয়। এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এ ৭৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হলো।