মিরপুরে গেট লাগিয়ে যাত্রীদের পেটালেন বাসচালক

রাজধানীর মিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনি নামে প্রজাপতি পরিবহণের এক চালক বাসের গেট লাগিয়ে যাত্রীদের পিটিয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে মিরপুর ১০ নম্বরে এ ঘটনা ঘটে।বাসের চালকের পিটুনিতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আবার অনেকে পিটুনির ভয়ে বাস থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।এদের মধ্যে ২ জন তরুণীও রয়েছেন। ওই বাসের নাম প্রজাপতি পরিবহন। ঘটনার পর বাসের চালক আটক হলেও হেলপার পলাতক রয়েছেন। প্রত্যক্ষদর্শী বাসযাত্রী ফাতেমা, জিহাদ ও সোহাগসহ আরও কয়েকজন জানান, বুধবার রাত ৯ টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে প্রজাপতি পরিবহনের বাসটি মিরপুর ১২ নম্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

পথিমধ্যে মিরপুর ১০ নম্বরে পৌঁছালে সেখানে একজন যাত্রী নামেন।এরপর মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে আরেকজন যাত্রী নামতে চাইলে বাসের চালক জনি অন্য যাত্রীদের অকথ্য ভাষায় গালাহাল শুরু করেন। এতে রায়হান চৌধুরি নামে এক যাত্রী প্রতিবাদ করলে চালক জনি তার আসন থেকে উঠে বাসযাত্রী রায়হানের গালে কষে চড় মারেন।

বাসের অন্য যাত্রীরা এর প্রতিবাদ করেলে জনি বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটাতে থাকেন।এক পর্যায়ে পুরো বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন। পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় বাস চালক জনিকে আটক করা হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।