মা হারালেন অভিনেত্রী জুঁই

অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের মা আনোয়ারা বেগম (৭৫) আর নেই। রবিবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আনোয়ারা বেগম। চিকিৎসাধীন অবস্থায় মস্তিস্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে মৃত্যু হয় তার।আনোয়ারা বেগম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের শাশুড়ি ছিলেন। মোশাররফ

করিম ও জুঁইয়ের ঘনিষ্ঠজন ও পারিবারিক সদস্য জনি মিঁয়া চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন।তিনি জানান, রবিবার রাত ৮টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ভাটারা গ্রামে খান বাড়িতে আনোয়ারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়। সেখানে মোশাররফ করিম ও জুঁই দুজনেই উপস্থিত ছিলেন।

আরো পড়ুন; আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে কোনো সংকট নেই, সংকট আছে বিএনপিতে এবং তাদের নেতৃত্বে ও সিদ্ধান্তে। তিনি রোববার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিএনপি মহাসচিবের নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকটের কথা বলেছেন তার জবাবে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের চাওয়া আর আবদারের কোনো

শেষ নেই। তারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন সরকার, আবার কখনো তত্বাবধায়ক সরকার এবং মাঝে মাঝে জাতীয় সরকার নিয়ে কথা বলেন। আসলে বিএনপি নেতারা কি চান তা তারা নিজেরাও জানেন না। বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়; সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।তিনি

বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনকালে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলছেন, সেটি একটি মীমাংসিত বিষয়। সুতরাং এ নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। সরকার। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলছেন, সেটি একটি মীমাংসিত বিষয়। সুতরাং এ নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই।