ভোলার ঘটনার প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহতের ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল।কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর মিরপুর রোডের আনোয়ার খান মর্ডান

মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সায়েন্সল্যাবের কাছাকাছি গিয়ে শেষ হয়।ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, অগণতান্ত্রিক ও ভোটবিহীন সরকার দেশের সাধারণ মানুষের মুখ্য চাহিদার দিকে না তাকিয়ে দুর্নীতির মাধ্যমে আজ নিঃস্ব। দেশের জনগণ তাদের সঙ্গে নেই।

দেশের মানুষ যখন বিদ্যুৎ, গ্যাসের দাবিতে মিছিল করে তখন তাদের নির্বিচারে গুলি করে হত্যা করে। অগণতান্ত্রিক কোনো সরকার দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়।কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস মৃধা বলেন, ভোলায় বিএনপির মিছিলে পুলিশ নির্বিচারে গুলি করেছে। গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম

নিহত হয়েছেন। জেলা ছাত্রদলের সভাপতি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করছি।এসময় কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি পিয়াল হাসান, সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সম্পাদক মাহিবুর রহমান টিপু, মামুনুর রহমান মামুন, দপ্তর সম্পাদক তানভীর আহমদ মাদবর, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।