ভাবির মা’মলায় গ্রে’ফতার ছা’ত্রলীগ নে’তা

নারী নি’র্যাতনের অ’ভিযোগে ভাবির করা মা’মলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজে’লা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসেনকে গ্রে’ফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে বিজয়নগর উপজে’লার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাহবুবকে গ্রে’ফতার করা হয়। গত ৪ আগস্ট মাহবুরের বড় ভাই জাকির হোসেনের স্ত্রী রেহা’না আক্তার তার স্বামী, দেবর ও শাশুড়িসহ ছয়জনকে আ’সামি করে আ’দালতে মা’মলা করেন।আ’সামিরা হলেন, মাহবুব হোসেন, জাকির

হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বি’ষয়টি নিশ্চিত করে জানান, আ’দালত থেকে গ্রে’ফতারি পরোয়ানা জারি করার প্রেক্ষিতে মাহবুবকে গ্রে’ফতার করা হয়েছে।মা’মলার বা’দী রেহেনা আক্তার বলেন, আমার স্বামী জাকির হোসেন তার নিজের পছন্দে আমাকে বিয়ে করেন। কিন্তু তার পরিবারের লোকজন আমাকে মেনে নিতে পারেনি। আমার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বিয়ের

পর থেকেই আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্য আমার ও’পর নি’র্যাতন শুরু হয়। সবকিছু জেনেও আমার স্বামী নি’র্যাতনের প্র’তিবাদ করেনি।তিনি বলেন, সম্প্রতি আমাকে রাখার জন্য বাড়িতে আলাদা একটি ঘর কেরে দেন আমার স্বামী। এরপর থেকে আমার ও’পর নি’র্যাতন আরও বাড়তে থাকে। আমি ঘরে ঢুকতে পারিনি, আমাকে সবাই মিলে বের করে দিয়েছে।

আরও পড়ুন=শীত আসার আগেই অনেকেই এই সময়টায় জ্বরে আ’ক্রান্ত হচ্ছেন। আর ম’হামা’রি ক’রোনাও নতুন করে প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় ওয়েভের মাধ্যমে আ’ক্রমণের। জ্বর হলেই অনেকে আ’তঙ্কে থাকেন ক’রোনা ভাই’রাসে আ’ক্রান্তের। ক’রোনা আর সাধারণ ফ্লুর লক্ষণগুলো আলাদা করে জানলে অহেতুক ভ’য় বা আ’তঙ্ক এড়ানো সম্ভব। আর সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে দ্রুত সুস্থ হয়ে যাওয়া যাবে। সাধারণত ক’রোনা ভাই’রাসে আ’ক্রান্ত হলে পরবর্তী পাঁচ দিন থেকে দু’ সপ্তাহ

সময়ের মধ্যে শরীরে এর লক্ষণ দেখা যাবে। আপনি যদি ক’রোনায় আ’ক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনার বেশ কয়েটি লক্ষণ দেখা দিতে পারে। এর মধ্যে জ্বর, কাশি ও শ্বাসক’ষ্টের স’মস্যা দেখা দিতে পারে। এসব লক্ষণের পাশাপাশি মাঝে মধ্যে শরীর ব্য’থা, মাথা ব্য’থা, ক্লান্তিবোধ ও গ’লা ব্য’থা হতে পারে। তবে হালকা ডায়রিয়াও হতে পারে। কোনো কোনো সময় নাক দিয়ে পানিও পড়তে পারে। তবে খুব কম। কিন্তু কখনো চোখ দিয়ে পানি পড়ে না। আর ওইসব উপসর্গ হলেই ক’রোনার চিন্তা করবেন না। কারণ এগুলো হলো সাধারণ ফ্লুর লক্ষণ।