বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া সেই মেয়েটি আজ মেডিকেল শিক্ষার্থী

সবে মাত্র অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতী। তার নানা অসুস্থ। তাই নাতনীকে বিয়ে দিয়ে নাতনী জামাইয়ের মুখ দেখে মরার ইচ্ছা তার। প্রাথমিকে মেধাবৃত্তি পাওয়া জান্নাতী অষ্টম শ্রেণিতে থাকা অবস্থাতেই তার নানা-নানি প্রবাসী এক পাত্রের সঙ্গে বাল্যবিয়ে ঠিক করেন জান্নাতীর।

এ বিয়েতে জান্নাতীর মায়েরও মত ছিল। কিন্তু বিয়েতে অমত জানালেন জান্নাতী নিজেই। ঘটনার কয়েক মাস পরই শুরু হয় জেএসসি পরীক্ষা। এবারও তার মেধাবৃত্তি অর্জন সবাইকে তাক লাগিয়ে দেয়। তবে তার জেএসসির এই সফলতার পর অন্য কোনো আত্মীয়-স্বজন আর বিয়ের প্রস্তাব দেয়নি।

জান্নাতী আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করেন। উভয় পরীক্ষাতেই জিপিএ-৫ অর্জন করেন জান্নাতী।

আশ্চর্যের বিষয় হলো দরিদ্র পরিবারের এই অদম্য মেয়ে জান্নাতী মেডিকেলে উত্তীর্ণ হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষে ফরিদপুর মেডিকেল কলেজে এমবিবিএস-এ ভর্তির যোগ্যতা লাভ করেছেন তিনি।