বাংলাদেশে চীনের ঋণের ফাঁদ আছে কিনা জানালেন চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।বুধবার (১১ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার দপ্তরে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লি জিমিং এ কথা জানান।তিনি বলেন, আমি ড. মোমেনের সঙ্গে অন্য দেশের ঋণের ফাঁদের বিষয়ে আলোচনা করেছি। তবে আপনাদের নিশ্চিত করে বলতে চাই, বাংলাদেশে কোনো ঋণের ফাঁদ নেই চীনের।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লি জিমিংয়ের সাক্ষাতে রোহিঙ্গা প্রত্যাবাসন, বহুপাক্ষিক পর্যায়ে সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন সহযোগিতা এবং চীনে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।