বন্ধ হচ্ছে না করোনার প্রথম ডোজ

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি মানুষকে প্রথম ডোজ টিকা দিতে বিশেষ কর্মসূচি পরিচালনা করা হবে। এর মাধ্যমে আমরা প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন

করব। বিশেষ কর্মসূচি শেষে দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম আরও জোরদার করা হবে।টিকা না নেওয়া ব্যক্তিদের শিগগিরই টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। বলেন, আমরা লক্ষ্য করেছি, টিকা নেওয়া মানুষের মধ্যে মৃত্যুর হার ও হাসপাতালে ভর্তির হার কম। তাই আমরা সবাইকে টিকা নেওয়ার আহ্বান

জানাচ্ছি।গত মাসে সরকার ১১ কোটি ৯২ লাখ বা মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা সংশোধন করে। এই লক্ষ্যমাত্র আগে ছিল ৮০ শতাংশ। সংশোধিত লক্ষ্যমাত্রায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন প্রায় ১০ কোটি ৬ লাখ মানুষ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ পর্যন্ত ২৭ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৭২০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে এসেছে।

আরও পড়ুন= সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বেশ ভাইরাল। ছবিতে জমে থাকা পানি, নুড়ি-পাথর আর মাঝেমাঝে জলজ কিছু গাছ-পাতা দেখা যাচ্ছে। কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে একটি ব্যাঙ! নিজের দৃষ্টিশক্তিকে যাচাই করার জন্য নিবেন নাকি চ্যালেঞ্জ?যখন থেকে লকডাউন শুরু হয়েছে, টুইটারে নতুন একটি বিষয় ট্রেন্ড করছে, ‘ব্রেইনটিজার’! কী এই ব্রেইনটিজার? এমন সব ছবি ও ধাঁধাঁ যার সমাধান করে মগজ পুষ্ট হয়। কখনও খুঁজে বের করতে হচ্ছে বাঘ, কখনও বা ছুড়ে দেয়া হচ্ছে চিতাবাঘ বা মৌমাছি খোঁজার চ্যালেঞ্জ!

নেটিজেনরা এই নতুন খেলা খুব পছন্দও করছেন। নিজেরা সমাধান করে ফের অন্যের উদ্দেশে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। দেখতে দেখতে সেই ব্রেইনটিজার ভাইরাল হচ্ছে। অনেক সময় আবার পুরনো ব্রেনটিজারই ঘুরে ফিরে আসছে।নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়, গ্লেন্ডা ফিলিপ্স নামে আমেরিকার লুইসিয়ানার এক নারী একটি ছবি শেয়ার করেছেন। যে ছবিতে জমে থাকা পানি, নুড়ি-পাথর আর মাঝেমাঝে জলজ কিছু গাছ-পাতা, কোথাও বা ফাঁকফোকরে জমে রয়েছে শ্যাওলা। কিন্তু এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ব্যাঙ! আর সেই ব্যাঙকে খোঁজারই চ্যালেঞ্জ ছুড়েছেন গ্লেন্ডা!নেটিজেনরা নিমিষে ব্যস্ত হয়ে পড়েছেন ব্যাঙ খুঁজতে। অনেকে ঝটপট খুঁজে পেয়ে যাচ্ছেন, অনেকের আবার ঘাম ছুটছে! কেউ-কেউ তো আবার হালই ছেড়ে দিচ্ছেন! দেখুন তো আপনি খুঁজে পান কিনা…