জামালপুরে দাফনের ৪ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

জামালপুর সদর উপজেলায় আদালতের নির্দেশে দাফনের চার মাস পর সেলিম মিয়া নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।মঙ্গলবার বিকেলে লাশ সদর উপজেলার রহিমপুর গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার উপস্থিত ছিলেন। সেলিম মিয়া জামালপুর সদর উপজেলার মেষ্টা

ইউনিয়নের রহিমপুর গ্রামের তোফাজ্জল হোসেনে ছেলে। নিহতের স্ত্রী শারমিন আক্তার শিখার অভিযোগ, তার স্বামীকে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছেন। এ হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের জন্য তার বন্ধুরা অপপ্রচার চালায় স্ট্রোক করে মৃত্যু হয়েছে। এ ঘটনায় শারমিন আক্তার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।শারমিন

আক্তার শিখা জানান, ঐ এলাকার আব্দুল জলিলের ছেলে ফরহাদ আলী, রহিমপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে মমিন, একই এলাকার আলা উদ্দিনের ছেলে মোজাফফর হোসেন, সৈয়দ আলীর ছেলে সিদ্দিকুর রহমান ও জামিরাচর এলাকার নুর আলম ঘটনার দিন বিকেলে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। একপর্যায়ে রাত সাড়ে

১০টার দিকে মমিনের বাবা চাঁন মিয়া ও সিদ্দিকুরের বাবা মোজাফফর প্রথমে তাদের বাড়িতে এসে জানতে চান সেলিম কোথায় গিয়েছে। এরপর খবর আসে তার স্বামী স্ট্রোক করে মারা গেছেন। তার লাশ পাগলামারী বিলে পড়ে রয়েছে।উল্লেখ, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পাগলামারী বিল এলাকা থেকে সেলিম মিয়ার লাশ উদ্ধার করা হয়।