কাল থেকে ঢাকায় বসছে গরু-ছাগলের মেলা

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে থাকবে সপ্তাহব্যাপী নানা আয়োজন। ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ শিরোনামে এসব আয়োজন বাস্তবায়ন করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর।এরই অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে শনিবার থেকে দুই দিনব্যাপী গরু-মহিষ, ছাগল-ভেড়াসহ অন্যান্য পশু-পাখির মেলা

শুরু হচ্ছে। মেলার ব্যবস্থাপনায় থাকছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সহযোগিতায় থাকছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সোমবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি থাকবেন তিনি। এছাড়াও আগামী ১ মার্চ

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন এ খাত সংশ্লিষ্টরা।জানা গেছে, দেশের সবচেয়ে বড় এই প্রদর্শনীতে দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা,

ঘোড়া, কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগীসহ গৃহপালিত নানা ধরনের প্রাণীর দেখা মিলবে প্রদর্শনীতে। সেখানে বরাবরের মতোই দেশের সবচেয়ে সুন্দর ও বড় আকৃতির গরু-মহিষ, ছাগল-ভেড়ার র‌্যাম্প শো থাকবে দর্শনার্থীদের জন্য। এছাড়া প্রদর্শনী চত্বরে থাকছে নানা রকম সুস্বাদু মাংস এবং দুগ্ধজাত পণ্য ও খাবার।