এবার বিরল প্রজাতির শরীরে মিলল করোনা

ইউরোপজুড়ে করোনার প্রকোপ বেড়েই চলেছে। দেশটিতে মানুষের শরীরের পাশাপাশি এবার বিরল প্রজাতির শরীরে মিলেছে এই ভাইরাস। গ্রিসের উত্তরাঞ্চলের দুটি খামারে বেজিসদৃশ প্রাণী মিঙ্ক-এ করোনাভাইরাস শনাক্ত করেন দেশটির বিশেষজ্ঞরা। খবর রয়টার্সের। শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ফার্ম দুটি থেকে ২৫০০ মিঙ্ক সংগ্রহ করে মেরে ফেলা হবে।জানা যায়, এরআগে গ্রিসের ওই ফার্ম দুটির মালিকও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর ফার্মের সব কর্মচারিকেও করোনা পরীক্ষা করা হয়েছিল।

এরআগে ডেনমার্কে মিঙ্কের শরীরে ভিন্ন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর দেশটিতে থাকা মোট ১ কোটি ৭০ লাখ মিঙ্কের সবগুলোকে সংগ্রহ করে মেরে ফেলার পরিকল্পনা করে ডেনিশ কর্তৃপক্ষ।প্রসঙ্গত, গ্রীসে এখন পর্যন্ত ৬৬ হাজার ৬৩৭ জনের শরীরে করোনার বাসা বেঁধেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৯ জন।