আল্লাহর দরবারে শেষ বিচারের দিন কি উত্তর দেবেন, তাঁর জন্য প্রস্তুতি নেন

বুক ভ-র্তি এত ময়লা-আ-বর্জনা, জিঘাংসা, ঈর্ষা ও অন্তরের দ্বিচারিতা নিয়ে মহান আল্লাহর পবিত্র ঘরে পা ফেলেন কিভাবে? আমরা নামাজ, রোজা আদায় করছি ঠিকই কি-ন্তু এসবের পেছনে উদ্দেশ্য ও বা-র্তা কি তা ভুলে বসে আছি! প্রিয় নবীকে ভালবাসি পাগলের মত কিন্তু তাঁর আদর্শ ও জীবনাচরণের ছিটেফোঁটাও নিজেদের মাঝে ধারণ করি না।

মহান আল্লাহ সুবহানাল্লাহ তায়ালাকে, প্রিয় রাসূলকে শুধু ফেসবুকে ভালবাসি বললেই বুঝি ভালবাসা হয়ে যায়? ‘ইসলামকে মানি অনেক কি-ন্তু জানি অনেক কম’ এই শ্রে-ণিভু-ক্ত মানুষ সমাজে কম নেই! চি-ন্তা করেন না, আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিন ইসলামের এই

ক্ষ-তি সাধনের জন্য, কাঠগড়ায় আপনাদেরও দাঁড় করাবেন। বেঁচে তো আর সারাজীবন থাকবেন না, মৃ-ত্যুর স্বা-দ নিতেই হবে। আল্লাহর দরবারে শেষ বিচারের দিন কি উত্তর দেবেন, তাঁর জন্য প্র-স্তুতি নেন।

আরও পড়ুন=আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তাদের অ্যাপের গেইমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেইমস-এ (ডিএফজি) প্রথমবারের মত আয়োজন করছে লুডু টুর্নামেন্ট। যেখানে অংশগ্রহণ করবে- বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের লুডু খেলোয়াড়রা। অনলাইন শপিং ইভেন্ট ইলেভেন উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ৩০ জন বিজয়ীর জন্য

থাকছে- ৫ লাখ টাকার প্রাইজ পুল, যেখানে প্রথম বিজয়ীর জন্য পুরষ্কার হিসেবে থাকছে- তিন লক্ষ টাকার ভাউচার, দ্বিতীয় বিজয়ীর জন্য ৫০ হাজার, তৃতীয় বিজয়ীর জন্য ২৫ হাজার ও চতুর্থ বিজয়ীর জন্য ১৫ হাজার টাকার সমমূল্যের ভাউচার। এছাড়াও পরবর্তী বিজয়ীদের জন্য ১০

হাজার থেকে ১ হাজার টাকার ভাউচার। প্রতিযোগিতাপূর্ণ এই লুডু লাখপতি টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন চলবে ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত। যেখানে ৪টি দেশ মিলিয়ে সর্বমোট আড়াই লাখ মানুষ রেজিস্ট্রেশন করতে পারবে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৩ নভেম্বর, যেখানে ৭টি বা তারও বেশি নকআউট রাউন্ডে লুডু খেলে জিততে হবে।