‘আমার ১৭ বছরের একটি মেয়ে আছে, আমায় নিয়ে চটকদার নিউজ করবেন না’

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ঢাকায় এসেছেন টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এখানে প্রদর্শিত হয় তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’। সিনেমার প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রীলেখা বলেন, ‘বাংলাদেশের অনেক পোর্টাল আছে যারা মিথ্যা তথ্য দিয়ে চটকদার নিউজ করে।

এদেশের সাংবাদিকদের কাছে আমার অনুরোধ মিথ্যা তথ্য দিয়ে কোনো নিউজ করবেন না। আমি তো একজন মা, আমার ১৭ বছরের একটি মেয়ে আছে। আমি অনেক মজা করি, আমার মজা গুলোকে এভাবে নিয়ে ভুল দিকে ধাপিত করবেন না। এটা বাংলাদেশের সাংবাদিকদের কাছে আমার অনুরোধ।’এ সময় তিনি আরও বলেন, ‘আমার

সিনেমাটা কলকাতা চলচ্চিত্র উৎসব ফিরিয়ে দিয়েছে। কিন্তু ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে এবং এখানে প্রদর্শিত হয়েছে। এ জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমার ভীষণ ভালো লাগছে। আমি দর্শকদের সঙ্গে বসে সিনেমা উপভোগ করছি। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া।’এদিকে শ্রীলেখার দ্বিতীয়

নির্মাণ ‘এবং ছাদ’। এর আগে ‘বেটার হাফ’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন শ্রীলেখা। তবে নির্মাতার চেয়ে অভিনয়শিল্পী হিসেবেই ভারত ও বাংলাদেশে বেশি পরিচিতি রয়েছে ওই অভিনেত্রীর।