আবার ভেঙে গেল করোনার রেকর্ড !

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে শুক্রবার (১৬ এপ্রিল) ভারতে একদিনে সর্বাধিক সংক্রমণ ঘটেছে। এদিন দেশে ২ লাখ ৩৪ লাখ ৬৯২ জন করোনা আক্রান্ত হয়েছে।

এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছিল। ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক লাখ ২৩ হাজার ৩৫৪ জন। মৃ’ত্যু হয়েছে এক হাজার ৩৪১ জনের, যা দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯। করোনাকে হারিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক কোটি ২৬ লাখ ৭১ হাজার ২২০। মোট মৃ’ত্যু হয়েছে এক লাখ ৭৫ হাজার ৬৪৯ জনের।

ভারতে করোনার দ্বিতীয় ধরনে দ্রুত বাড়ছে সংক্রমণ। এর জন্য করোনার নতুন ধরন ও স্বাস্থ্যবিধি নিয়ে আমজনতার অনীহাকে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ।

চলতি মাসের মাঝামাঝি সংক্রমণ পিক-এ পৌঁছনোর সম্ভাবনা আছে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এরপর চলতি মাসের শেষের মধ্যে সংক্রমণের সংখ্যা কমবে বলেও জানিয়েছিলেন তারা।