অবশেষে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন বিজয়

দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন ওপেনার এনামুল হক বিজয়। তিনি সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজে জাতীয় দলের হয়ে খেলেছেন। টি-টোয়েন্টি সর্বশেষ খেলেছেন ২০১৫ সালে। সেই বিজয়কেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে ডাকা হচ্ছে।আজ মঙ্গলবার চট্টগ্রামের

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তার ভাষায়, ‘বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে থাকবে আশা করি। এটা নির্বাচকদের ব্যাপার, তারা বিবেচনা করছেন। তবে আমার মনে হয়, বিজয় অবশ্যই টি-টোয়েন্টি ও

ওয়ানডেতে থাকছে। ‘এনামুলের দলে ফেরা নিশ্চিত হলেও তাসকিন এখনো অনিশ্চিত। ইনজুরিতে পড়ার আগে দারুণ ফর্মে থাকা এই পেসারকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আজকে থেকে ওর রিহ্যাব শুরু হলো। ওখানে (লন্ডন) চিকিৎসক বলেছেন যে ওর সার্জারি লাগবে না। রিহ্যাব করিয়ে ওকে রিকভার করানোর চেষ্টা করা হবে। রিকভার হয়ে

গেলে ভালো, তবে সেটা হতেও ছয় সপ্তাহের মতো সময় লাগবে। তাসকিন যদি (ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে) না পারে, সম্ভাব্য বিকল্প পেসার নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। ‘