অবশেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরছেন বিজয়

২০১৯ এ সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে খেলা এনামুল হক বিজয় আবার আলোচনায় এসেছেন ডিপিএল (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) এ রেকর্ড গড়া পারফরম্যান্স করে। ১৫ ম্যাচে ১১৩৮ রান করে অনেকের চোখই কপালে তুলেছেন তিনি।

রেকর্ড গড়া মৌসুম কাটানো বিজয় ফল পাচ্ছেন হাতেনাতে। বাংলাদেশের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে বিবেচনা করছে নির্বাচকরা। শুধু ওয়ানডে নয়, টি-টোয়েন্টি দলেও থাকছেন তিনি এমনটাই জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট চলাকালীন সময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন, ‘বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে থাকবে আশা করি। এটা নির্বাচকদের ব্যাপার। তারপরও আমার মনে হয় তারা কনসিডার করছে, তারা নিশ্চিতভাবে বিজয়কে টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে রাখছে।’

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন তামিম ইকবাল। এমতাবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লিটন দাসের উদ্বোধনী সঙ্গী কে হবেন তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে। বিপিএলেও রান করা এনামুল হক বিজয় সেখানে হতে পারেন যোগ্য এক ক্যান্ডিডেট।সূত্রঃ ক্রিকেট৯৭