অনুমোদিত ৪ টিকা নিলে, কুয়েতে যাতায়াতে বাঁধা নেই

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কুয়েতে সময় উপযোগী গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।কুয়েতের স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের সুরক্ষায় ৪টি টিকার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। যাদের বৈধ আকামা রয়েছে এবং যারা ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মর্ডার্নার টিকা নেবেন, তাদের কুয়েতে যাতায়াতে বাঁধা থাকবে না। সাধারণ অনুমতিতেই তারা দেশটিতে যাওয়া আসা করতে পারবেন।

দেশটিতে যাতয়াতের সময় নির্ধারণের জন্য কুয়েত ‘মুসাফির প্লাটফর্ম’র মাধ্যমে আবেদন করে করতে হবে। নতুন এই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশি প্রবাসীরা। দেশে ছুটিতে থাকা কুয়েত প্রবাসীদের যাতে অগ্রাধিকার ভিত্তিতে আগে এই চার টিকা দেওয়া হয়, সরকারের কাছে সে দাবি করেছেন তারা।এ ছাড়া কুয়েতের নিজ নিজ কর্মস্থলে ফিরতে বা জরুরি ছুটিতে গেলে যেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সরকার বহন করে, সে দাবিও করেছেন প্রবাসীরা।