অনুমোদন ছাড়া হাট-বাজার স্থাপন করা যাবে না

সরকারের অনুমোদন ছাড়া কোথাও হাট-বাজার স্থাপন করা যাবে না- এমন বিধান রেখে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।বৃহস্পতিবার (১৯ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বেপ্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।ব্যক্তি মালিকানায় কোথাও হাট-বাজার স্থাপন করা হলে তা সরকার অধিগ্রহণ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।তিনি আরও জানান, খসড়া আইন অনুযায়ী কেউ সরকারি খাস জমিতে হাট-বাজার স্থাপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

আরও পড়ুন= এ যেন কেঁচো খুড়তে সাপ বের করা। এক মোবাইলের সূত্রধরে উদ্ধার হলো ১৫৮টি চোরাই ফোন। একই সঙ্গে গ্রেফতার হয়েছে চোর চক্রের আটজন।তাদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মডেলের ১৫৮টি মোবাইল, একটি ল্যাপটপ ও নগদ এক লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।রাজধানীর উত্তরার বিভিন্ন স্থান ও মোতালেব

প্লাজা থেকে এসব মোবাইল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।মোবাইল চুরি প্রতিরোধে জনসাধারণকে রাস্তায় চলাচলের ক্ষেত্রে সতর্ক হওয়ার অনুরোধ করেছে ডিবি।এছাড়া রিকশা বা পাবলিক পরিবহনে চলাচলের সময় কথা বলার প্রয়োজন হলে ভেতরের দিকে মোবাইল রেখে কথা বলার পরামর্শ দেওয়া হয়।অপরদিকে উদ্ধার করা মোবাইলের মধ্যে যেগুলোর আইএমইআই নম্বর পাওয়া গেছে সেগুলোর মডেলসহ আইএমইআই নম্বর দিয়েছে পুলিশ।