(১) মেজর (অব.) সিনহা হ’ত্যা মা’মলায় ১৫ জনের বি’রুদ্ধে চার্জশিট দিয়েছে মা’মলার ত’দন্তকারী সংস্থা র্যা’ব। এ হ’ত্যায় মূল পরিকল্পনাকারী হিসেবে বরখাস্তকৃত টেকনাফ থানার ওসি প্রদীপকে অ’ভিযুক্ত করা হয়েছে। আজ রোববার কক্সবাজার আ’দালতে এ চার্জশিট দাখিল করা হয়।
(২) গত ৩১শে জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে টেকনাফ শামলাপুর তল্লা’শি চৌকিতে গু’লিতে নি’হত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সহযোগী সিফাতকে আ’টক করে কা’রাগারে পাঠায় পুলিশ। পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আ’টক করা হয়। তারা দু’জনই বর্তমানে জা’মিনে মুক্ত।
(৩) ওই ঘটনায় টেকনাফের সাবেক পরিদর্শক লিয়াকত ও ওসি প্রদীপসহ অন্য পুলিশ সদস্যরা এবং পুলিশের দা’য়ের করা মা’মলার তিন সাক্ষী কা’রাগারে রয়েছে। বর্তমানে ওসি প্রদীপ কুমার দাশ দুদকের একটি মা’মলায় চট্টগ্রাম কা’রাগারে রয়েছে।অন্য আ’সামিরা কক্সবাজার জে’লা কা’রাগারে রয়েছে।(৪) এ ঘটনায় ওসি প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া অন্য ১২ আ’সামি ত’দন্ত সংস্থা র্যা’বের মাধ্যমে আ’দালতে স্বী’কারোক্তিমূলক জ’বানব’ন্দি দিয়েছেন।
আরও পড়ুন=ক্রিকেটার সাকিব আল হাসান ও উম্মে শিশির জুটির দাম্পত্য জীবন ৮ বছর পূর্ণ হলো। ২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-১২) বিবাহবন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ও শিশির।
বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন সাকিব। নিজের ভেরিফায়েড পেইজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘৮ বছরে একসঙ্গে ৩ বাচ্চার দেখাশোনা করায় তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে কতটা ভালোবাসি তা বলতে পারব না তবে আমি তোমাকে একটি কথা বলতে পারি যে তোমার সাথে আমার জীবনের দীর্ঘতম জুটি গড়ব। আমার জীবনে তুমিই সবচেয়ে বড় প্রাপ্তি। ভালোবাসি তোমায়।’
এদিকে শিশির তার ভেরিফায়েড ফেইসবুক পেজে লিখেছেন, ‘আমার প্রিয় স্বামীর প্রতি! আমরা একে অন্যকে প্রতিদিনই বলি ‘‘আমি তোমাকে ভালোবাসি’’। তবে তুমি যখন এই কথাটা আমার কানে ফিসফিস করে বলো, সেটাই আমার সবচেয়ে বেশি প্রিয়। আজ আমাদের বিয়ের আট বছর হলো, অথচ মনে হয় আমরা একে অন্যকে কত আগে থেকে জানি। খুব অল্প বয়সে আমাদের পরিচয় হয়েছিল এবং আমরা একে অন্যের হাত ধরে রাখার প্রতিজ্ঞা করেছিলাম।’